Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
মনোরম প্রাকৃতিক ঘিলাছড়ি
বিস্তারিত

রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়ন একটি প্রাকৃতিক লীলাভূমি। রাজস্থলী হচ্ছে রাঙ্গামাটি পার্বত্য জেলা একিটি অন্যতম উপজেলা, এই উপজেলায় মোট তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত।  উপজেলা সর্বপ্রথম ইউনিয়ন হচ্ছে ঘিলাছড়ি ইউনিয়ন। সংলগ্ন ৩৩৩নং ঘিলাছড়ি মৌজায় জান্দিমইন পাহাড় রয়েছে। এই পাহাড়ের চুড়া বেশ মনোরম। এই চুড়াতে উঠলে উন্মুক্ত শীতল হাওয়ায় গ্রীস্মের তীব্র্র রোদে ও শরীর ঠান্ডা হয়ে যায় এবং মনের সজীবতা অনুভূত হয়। এই পাহাড়ে চুড়াই উচ্চতা প্রায় ৮০০ থেকে ৯০০মিটার। এখানকার বসবাসের জনগৌষ্ঠীর মধ্যে রয়েছে, বাঙ্গালী সহ তঞ্চঙ্গ্যা, মারমা, ত্রিপুরা, খিয়াং ও চাকমা। জনসংখ্যা প্রায় চৌদ্দ হাজের অধিক।