বিস্তারিত
এই ঝুলন্ত সেতুটি পার্বত্য চট্টগ্রামের ১ম ঝুলন্ত সেতু। এই সেতুটিতে উঠলেই বোঝা যাবে ঝুলন্ত সেতু কি? এই সেতুর বিশেষত হচ্ছে এটিতে আরোহন করলে দোল খাওয়াটা স্পষ্ট বোঝা যায় যা রাঙ্গামাটি পর্যতন সেতু কিংবা বান্দরবানের মেঘলা সেতুকে হার মানায়। তাছাড়া নদী থেকে এই সেতুর উচ্চতা অনেক বেশী, পার্বত্য চট্টগ্রামের যেকোন সেতুর তুলনায়।
কিভাবে যাওয়া যায়: রাজস্থলী বাস ষ্ট্যান্ডে নেমে যেকোন রিক্সাকে ঝুলন্ত সেতু বললে পৌছে দিবে অথবা পায়ে হেঁটে।