খাগড়াছড়ি পাড়া উষা ক্রিড়াচক্র ক্লাব আয়োজনে ফুটবল টুর্ণাম্যান্ট অনুষ্ঠিত
গত ১৭ই অক্টোবর-১৪ রোজ বুধবার রাজস্থলী উপজেলাধীন ১নং ঘিলাছড়ি ইউনিয়ন এর রাজস্থলী বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত খাগড়াছড়ি পাড়া উষা ক্রিড়াচক্র ক্লাব এর আয়োজনে ফুটবল প্রীতি ম্যাচ এর উদ্ভোবন করেন অত্র ইউনিয়ন চেয়ারম্যান বাবু দীপময় তালুকদার ।
উদ্ভোধনীয় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজস্থলী বাজার কমিটি সভাপতি জনাব, সেথ আহমেদ, বাবু সুভাষ তঞ্চঙ্গ্যা (বাচ্চু), ওয়ার্ড মেম্বার জনাব, মো: আবুল কাসেম, ও স্থানীয় সংবাদ প্রতিনিধি জনাব, আজগর আলি খান সহ জনপ্রতিনিধি সহ অনেকেই উপস্থিত ছিলেন্। খেলার আয়োজক সূত্রে জানা যায়, খাগড়াছড়ি পাড়া উষা ক্রিড়াচক্র ক্লাব এর নব নির্বাচিত সদস্যদের অভিষক উপলক্ষে ফুটবল টুর্ণাম্যান্ট আয়োজন করা হয়েছে। এতে অত্র রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকা থেকে পৃথক পৃথক মোট ২০(বিশ)টি টিম অংশ গ্রহন করেছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস