১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদে গরীবও অসহায় পরিবারের মাঝে পবিত্র রমজান এর উপলক্ষে ভিজিএফ ও হত দারিদ্রদের মাসিক ভিজিডি বিতরণ সম্পূর্ণ হয়েছে। এতে হত দারিদ্র ও গরীব পরিবার সহ বিভিন্ন এতিম খানায় শিশুদের জন্যও ভিজিএফ বিতরণ করা হয়। প্রতি মাসের ন্যায় এবারেও ভিজিডি সুন্দর ও সুস্থভাবে বিতরণ করা হয়েছে বলে উপকারভোগীরা জানিয়েছে। ভিজিএফ ৫০০ পরিবারের অধিক ও ভিজিডি ৪৭৯ পরিবার মাঝে বিতরণ হয়েছে বলে ১নং ঘিলাছড়ি ইউনিয়নের প্রকল্প চেয়ারম্যান বাবু চিংসামং খিয়াং (৮নং ওর্য়াড এর মেম্বার) জানিয়েছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস