ঘিলাছড়ি ক্রেডিট ইউনয়ন পঞ্চম বার্ষিকী সম্মেলন সুসম্পন্ন
রাজস্থলী উপজেলা তিন ইউনিয়নের মধ্যে ১নং ঘিলাছড়ি ইউনিয়নের প্রথম পর্যায়ে মহিলাদের নিয়ে গঠিত একটি সমিতি। যা পর্যায় ক্রমে ক্রেডিট ইউনিয়নের রুপ লাভ করে। বতর্মানে নারী পুরুষ সমন্বয়ে এই সমিতির নাম করণ করা হয় ঘিলাছড়ি ক্রেডিট ইউনিয়ন। বতর্মানে সদস্য সংখ্যা ৫০০শতের অধীক । বেসরকারি সংস্থা কারিতাস র্সাবক্ষনিক দিক নির্দ্দেশনার মাধ্যমে নিয়ন্ত্রণের এই সমিতি র্কাযক্রম পরিচালিত হচ্ছে। ছয় বৎসর পর্দারপনের পঞ্চম বার্ষিকী সম্মেলন রাজস্থলী উপজেলা গণমিলায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঘিলাছড়ি ক্রেডিট ইউনিয়নের সভাপতি সুরেশ চন্দ্র তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠানের আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাক্তন চেয়ারম্যান উথিন সিন মারমা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পুচিমং মারমা, রাজস্থলী থানা অফির্সাস ইনর্চাজ মো :মফজল আহম্মদ খান, লংবতি ত্রিপুরা, সভাপতি, এডভোকেসি লানিং এন্ড নেটওর্য়াকিং , কারিতাস , আইসিডিপি, ক্যনুমং মারমা, জুনিয়র প্রোগ্রাম অফিসার (ঋণ) ও লিটন চাকমা প্রমুখ। সম্মেলনে প্রতিবেদন পাঠ করেন নিক্সন তঞ্চঙ্গ্যা। সমিতির আয় –ব্যয়, ভবিষ্যৎ পরিকল্পনা সহ গঠন মুলক প্রস্তাবনা অনুমোদন লাভ করে। বক্তারা ঘিলাছড়ি ক্রেডিট ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন বিষয়ক ও ভবিষ্যতে বৃহৎ পরিসর লাভ করতে পারে বলে মন্তব্য করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস